ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

জামালপুরে ব্যবসায়ীর মাথায় কুপিয়ে টাকা ছিনতাই

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : || ৩:২০ অপরাহ্ণ ॥ আগস্ট ৮, ২০২৩

জামালপুরে এক ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার গোদাশিমলা কায়দাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর স্বজন তারিফুল ইসলাম জানান, জামালপুর সদর উপজেলার ভেড়াপাথালিয়া গ্রামের হাবিবুর রহমান আঙ্গুরের(৩৮) গোদাশিমলা বাজারে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেটসহ মোবাইলে টাকা লেনদেনের ব্যবসা রয়েছে। গত সোমবার রাতে দোকান বন্ধ করে পার্শ্ববর্তী ভেড়াপাথালিয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোদাশিমলা কায়দাবাড়ি এলাকায় পৌছালে পেছন থেকে দুর্বৃত্তরা মাথায় আঘাত করে রাস্তায় ফেলে দেয় হাবিবুর রহমান আঙ্গুরকে। পরে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে দুই লক্ষ টাকা ও টাকা লেনদেনের একাধিক মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, এখনো এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

উল্লেখ্য, গোদাশিমলা বাজারে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেটসহ মোবাইলে টাকা লেনদেনের ব্যবসা করতেন মন্টু মিয়া(৩৮) নামে অপর এক ব্যবসায়ী। গত ১৫ জুন রাতে বাজারে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে একই স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন মন্টু মিয়া। মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ২০ জুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্টু মিয়ার বাড়িও ভেড়াপাথালিয়া গ্রামে। এই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। প্রায় দুই মাসের ব্যবধানে একই স্থানে দুইজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গোদাশিমলা বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: