ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মুরাদনগরে ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক বই বিতরণ

আরিফুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি ঃ || ৩:২২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২২, ২০২৩

শিক্ষার্থীদের মাঝ থেকে বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র বাবার নামে গঠিত মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার অংশ হিসেবে এই বই বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী’র সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বই বিতরণ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি ফেরদৌস মিয়া, চুলুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিনসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ তৃতীয় থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রধদানকৃত বইয়ের উপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: