ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগিদের ১০ দিনের প্রশিক্ষণ শুরু

পঞ্চগড় প্রতিনিধি || ৫:৫৩ অপরাহ্ণ ॥ এপ্রিল ৯, ২০২৩

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগিদের পুনর্বাসনের লক্ষ্যে দারিদ্র বিমোচন ও পুনর্বাসন শীর্ষক ১০ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্তাবধানে উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের রাজমহল পূর্ব বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসার হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। ১০ দিনের ওই প্রশিক্ষণে আশপাশের কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ১০৩ জন উপকারভোগি অংশ নিচ্ছে। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন জানান, এই প্রশিক্ষণ কর্মসূচিতে আশ্রয়ণ প্রকল্পের নির্ধারিত উপকারভোগিদের গরু মোটাতাজাকরণ, গাভী পালন, ছাগল ও ভেড়া পালন, পারিবারিক হাঁস-মুরগি পালন, কবুতর পালন ও বসতবাড়িতে শাক-সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ গ্রহণের পর তারা নিজেরাই আয়বর্ধনমূল কার্যক্রম শুরু করতে পারবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: