ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

পঞ্চগড় প্রতিনিধি || ৯:৫২ অপরাহ্ণ ॥ জুলাই ২০, ২০২৩

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পঞ্চগড় এরিয়া অফিসের অধীন তিনটি শাখার ৯ জন শিক্ষার্থীর প্রতিজনকে ১২ হাজার চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের জোনাল ম্যানেজার এ বি এম জাহিদুল কবির, পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক শামীম। শাখা ব্যবস্থাপক সেলিম রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে রিকের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় । এর আগে বুধবার বিকেলে পঞ্চগড় সদর ও জগদল শাখার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: