বাউফলে শামসের’র মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৬:০১ অপরাহ্ণ ॥ এপ্রিল ১, ২০২৩
পটুয়াখালীর বাউফলে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল করে নিংশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমান এবং যুগান্তর সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবীতে বাউফল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জনকন্ঠের সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, সমকালের জিতেন্দ্র নাথ রায়,প্রতিদিনের সংবাদের মো.দেলোয়ার হোসেন,যুগান্তরের আরেফিন সহিদ,নয়া দিগন্তের আসাদুজ্জামান সোহাগ, মাইটিভি অহিদুজ্জামান ডিউক প্রমুখ। কর্মসূচীতে বাউফল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।