নড়াইলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি : || ৪:২২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৭, ২০২৩
নড়াইলের ঐতিহ্যবাহি মির্জাপুর পথিকৃৎ সংসদ এর আয়োজনে ৪দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ও প্রথম দিনের খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম।
মির্জাপুর পথিকৃৎ সংসদ’র সভাপতি সৈয়দ মহিতুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাকদুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য দেন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, কলেজ শিক্ষক আকতার হোসেন, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু বক্কার গাজী প্রমুখ।