ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ
চা বোর্ড চেয়ারম্যান

দেশে চলতি মৌসুমে চা উৎপাদন ১০০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:০৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১১, ২০২৩

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি বলেছেন, ২০২২ সালে দেশে ৯৪ মিলিয়ন কেজি (৯ কোটি ৪০ লাখ কেজি) চা উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে (২০২৩) দেশে ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে চা বোর্ড। এ বছর চা উৎপাদন ১০০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে। এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

তিনি আজ শনিবার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত সপ্তাহব্যাপী চা সম্পর্কিত বার্ষিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার।

আজ শনিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

বিশেষ অতিথি ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশীয় চা সংসদর চেয়ারম্যান এম শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলী।

বৈজ্ঞানিক পদ্বতিতে চা আবাদী ব্যবস্থাপনা ও হাতে কলমে প্রশিক্ষণের জন্য সপ্তাহব্যাপী ‘৫৭তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩’ আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ কোর্সটিতে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ প্রদ্ধতি (প্রæনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা) পোকামাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনা, চা প্রাণ রসায়ন, স্ট্যটিকটিক্স, চা প্রক্রিয়াজাতকরনসহ ইত্যাদি বিষয়াদি হাতে কলমে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞ কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে বিভিন্ন চা-বাগানের নব নিযুক্ত সহ-ব্যবস্থাপকগন বৈজ্ঞানিক উপায়ে চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ গ্রহন করবেন।

উক্ত অনুষ্ঠানে ৫৭ তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩ এর আহŸায়ক ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল আজিজ সহ সকল বিজ্ঞানী, বিভিন্ন বাগান হতে আগত প্রশিক্ষনার্থীগন এবং সিনিয়র টি প্লান্টার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: