ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভালুকায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুুষ্টিত

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- || ১:০৭ অপরাহ্ণ ॥ মার্চ ২৫, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুুষ্টিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কনফারেন্স রোমে ইউএনও সালমা খাতুন’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতান মনি,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যন সেলিনা রশীদ,ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম,ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মন্ডল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ ’৭০-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতায় যেতে দেয়নি পাকিস্তানি সামরিক সরকার। উল্টো বাঙালিদের দমনে একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে ‘অপারেশন সার্চ লাইট’চালায় জান্তারা। নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসভাবে গণহত্যা চালানো হয় আজকের এই দিনে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: