নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াটে মতুয়া মহোৎসব হয়েছে। মালিয়াট গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুকান্ত কুমার রায়’র উদ্যোগে এবং তার পারিবারিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ মুতয়া মহোৎসবে জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৫০টি দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে।
শুক্রবার (১৭মার্চ) এ মুতয়া উৎসবকে ঘিরে গোটা এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে। মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয়। মালিয়াট বাজার হতে সমাজসেবক সুকান্ত রায়’র বাড়ি পর্যন্ত বিভিন্ন দোকানীরা পসরা সাজিয়ে বসেন। একাধিক দোকানী জানান,প্রতিবছর সমাজসেবক সুকান্ত রায় এমন আয়োজন করে থাকেন। আর তারা প্রতিবছর এখানে আসেন ব্যবসা করার জন্য। এ মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। আগত সকল মানুষের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। ওই এলাকার পবিত্র বলেন,সমাজসেবক সুকান্ত রায় বছরের পর বছর এ আয়োজন করে আসছেন। এ কাজে এলাকার লোকজন তাকে সহযোগিতা করেন। এ জন্য এলাকার মানুষ সমাজসেবক সুকান্ত রায়কে খুব ভালোবাসেন। মালিয়াট গ্রামের অজিত বলেন শুধু সামাজিক কাজে নয়,ধর্মীয় প্রতিটি কাজে সমাজসেবক সুকান্ত রায় খুবই আন্তরিক। তিনি প্রতি বছর মতুয়া উৎসব করে হিন্দুদের জন্য মিলন মেলা করেন। এলাকার মানুষ তার এ আয়োজনকে স্বাগত জানিয়ে তার পাশে থাকেন।
সমাজসেবক সুকান্ত রায় বলেন,ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার ইচ্ছা প্রকাশ করে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।