ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ নাবিল পরিবহনের দুই যাত্রী গ্রেফতার

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৯:৫৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১১, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনে তল্লাসী চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর। ১১ ফেব্রুয়ারি সৈয়দপুর শহরের কামারপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আমিনুল ইসলাম এর উপস্থিতিতে ওই বারগুলো আসল সোনা বলে চিহৃিত করা হয়।
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,জব্দকৃত স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মুল্য প্রায় দুই কোটি টাকা। গ্রেফতারকৃত আব্দুর রহিম ( ২৫) ও মোহাম্মদ উল্লাহর (২৬) তাদের উভয়ের বাড়ী ঢাকা মানিকগঞ্জ। তারা ওই স্বর্ণের বারগুলো নিয়ে পঞ্চগড় যাচ্ছিল।
এদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান,গোপন সংবাদ পেয়ে আমরা ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ীগুলোতে তল্লাসী চালাই। এক পর্যায় নাবিল পরিবহনের দুই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করি। তল্লাসী কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: