ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কুমিল্লা বোর্ড সেরা রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ

আরিফুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি || ৭:২৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৮, ২০২৩

এ বছর (২০২৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা হয়েছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এ প্রতিষ্ঠানে ৪১২ জিপিএ-৫সহ ৯৯.২৯ শতাংশ পাশ করেছে।
এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ৭০৯ জন, পাশ করেছে ৭০৪ জন। মেয়েদের পাশের হার , বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞানে ৩৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, মানবিকে ২২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ব্যবসা শিক্ষায় ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন। সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মজিদ স্যারের দিক নির্দেশনায় ও কলেজ পরিচালনা পরষদ এবং শিক্ষকদের সহযোগিতায় ও অন্তরিকতায় বোর্ড সেরা ফলাফল অর্জন করতে পেরেছি। তবে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: