ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে জাটকাসহ আটক-৪

সুমন আহমেদ : || ১১:২২ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩

মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশের বিশেষ অভিযানে ১২৫ কেজি জাটকা মাছসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শতাব্দী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে নজরুল ইসলাম (২৮) তার ছোট ভাই মো. রনি হোসেন, মো. গাজী মিয়ার ছেলে মো. বাবু হোসেন (২৪) ও আব্দুল মালেকের ছেলে সিএনজি ড্রাইভার মো. সোহেল মিয়া।
মোহনপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০) মার্চ সকালে উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের আমিরাবাদ বাজারস্থ এলাকায় ভ্রাম্যমান আরদে জাটকা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর নৌপুলিশের পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জাটকা মাছ ব্যবসায়ী, একটি সিএনজি ও ৫টি ড্রামভর্তি ১শ২৫ কেজি জাটকাসহ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ সনের (সংশোধিত ২০১৩) আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জব্দ জাটকা মাছগুলো পরে এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরন করা হয়েছে।
এবিষয়ে মোহনপুর নৌপুলিশের উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, জাটকা ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১শ ২৫ কেজি ঝাটকা মাছসহ ৪ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: