ঢাকা বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ সহ ৮ দফা দাবীতে গত ৫দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছে।

২৫ মে ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এর উদ্যোগে আলহাজ্ব কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘট পঞ্চম দিনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী ও সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী। আরো উপস্থিত ছিলেন- ওলামা লীগের নেতা ও সংগঠনের উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আঃ রহমান শাহজাহান, মাওঃ মোঃ আল-আমিন, আব্দুল হান্নান, মাষ্টার শওকত আলী, হাফেজ মাহমুদ, আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল ইসলাম, হাজী আনোয়ার, খোরশেদ আলম, সাহাদাত হোসেন, এনামুল হক, আব্দুর রশিদ, একরামুল হক, রুহুল আমিন, মোঃ বাবুল হাওলাদার, মোঃ রেজাউল হক, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, করিম ভূইয়া, মাওঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহিম কামাল, মোঃ হাসনাইন প্রমুখ।

এসময় বক্তারা বলেন- ১৯৯৪ইং সালে একই পরিপত্রে প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা একই ভাবে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে প্রাইমারীর বেতন বৃদ্ধি করে সর্বশেষ ২০১৩ সালে ২৬১৯৩টি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করাতো দূরের কথা এমপিওভুক্তও করা হয় নাই। তাই আজকের আন্দোলনের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের ঘোষণা সহ নিন্মোক্ত দাবী পেশ করা হল।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের চলমান সমস্যা সমাধানে আমাদের নিম্নবর্ণিত দাবী সমূহঃ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ, রেজিষ্টেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করতে হবে,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করতে হবে,প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করণসহ শিক্ষা নীতিমালা-২০১৮ এর জনবল কাঠামো সংশোধন করতে হবে।
অবস্থান কর্মসূচিতে জামালপুর জেলাসহ সারা বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এর নেতারা উপস্থিত রয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: