ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

জিলাপিতে রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গলে শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৭:২৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ৬, ২০২৩

জিলাপিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অবস্হিত শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখাসহ ভেজাল খাদ্য বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: