শ্রীমঙ্গলে সুফলভোগী ২০০ জন খামারীর মাঝে ভেড়া বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৯:৩১ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩
শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, ডিএলএস, ঢাকা এর আওতায় সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া বিতরন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনকে দুইটি করে ২০০ ভেড়া ও ৫০০ গ্রাম করে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সাবিনা ইয়াসমিন, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, গৌরা কান্ত বিশ্বাশ প্রমুখ।
ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, পরবর্তীতে সুফলভোগী খামারীদের মাঝে ভেড়ার জন্য ঘর নির্মান করে দেয়া হবে এবং তাদের প্রশিক্ষন প্রদান করা হবে।