ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি: || ১০:৩০ অপরাহ্ণ ॥ মার্চ ২৭, ২০২৩

নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ -১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু , উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল, সুকান্ত রায়, দীপক কুমার বসু প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪শ জন কৃষকের মাঝে প্রনোদনা প্রদান করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি পাবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: