ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ড বাসা গোডাউন পুড়ে ছাই, কয়েক কোটি টাকা ক্ষতি

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৯:০০ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৭, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকান্ডে অবৈধভাবে বসবাসকারীর ৭ রেলওয়ে কোয়ার্টার ও ৩ গোডাউন পুড়ে গেছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার হবে।
১৭ ফেব্রুয়ারি শহরের মুন্সিপাড়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে এলাকার লোকজন জানায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তারাগঞ্জ,সৈয়দপুর ও নীলফামারী ইপিজেট।
একটি সুত্র জানায়,অবৈধ বিদ্যুৎ সংযোগ করা হয় একটি বাসায়। সেখান থেকে পাশের বেশ কয়েকটি বাসা বিদ্যুতায়িত হয়। সকালে এ নিয়ে মহল্লায় চিল্লাচিল্লি হয়। ধারণা করা হচ্ছে ওই বাসা থেকে আগুনের সুত্রপাত।
খবর পেয়ে সৈয়দপুর, তারাগঞ্জ ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: