ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলকদ, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

দিনাজপুর এলুয়াড়ী ইউনিয়নে কৃষকদের মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : || ৭:২০ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩

ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী ইউপির সেচ পাম্প মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুুষ্টিত । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির জমির মালিকেরা উপজেলা পরিষদ চত্তরে সেচ পাম্প মালিকেরা অতিরিক্ত পানির দাম নেওয়ায় ঘন্টাব্যাপী এক মানব বন্ধন করেন।
মানব বন্ধনে দামোদরপুর গ্রামের কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রমজান আলী, তিনি বলেন সেচ পাম্প মালিকেরা নিচু জমি ৩৫০০ টাকা এবং উচু জমি ৩৭০০ টাকা নিচ্ছেন। যা গতবারের তুলনায় একর প্রতি ১৫০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত বেশি। গতকাল বৃহস্পতিবার ৫২জন সেচ পাম্প মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আড়াই হাজার কৃষক গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীর সাথে এলাকার কৃষকদের পক্ষে মোঃ রমজান আলী ৫শতাধিক কৃষকদেরকে নিয়ে ঘন্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন।
আগামী ১৫ দিনের মধ্যে সেচ পাম্প মালিক সিন্ডিকেট এর মোঃ মাহফিজুর রহমান, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, মেহেদুল ইসলাম, মমিনুল ইসলাম সহ ৫২জন সকল সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
মানববন্ধনে এলুয়াড়ী ইউপির ২ হাজার কৃষক উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক

%d bloggers like this: