চাঁদপুর জেলা বিএনপির পদযাত্রায় তানভীর হুদার যোগদান

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি হিসেবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো পদযাত্রা শুরু করতে যাচ্ছে। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পদযাত্রায় অংশ নেবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টায় চাঁদপুরের চিত্রলেখার মোড় থেকে, ছায়াবানী মোড় হয়ে, কালীবাড়ী শপথ চত্বর, জেএম সেন গুপ্তরোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের মোড়ে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা শুরুর স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তারা জোট বেঁধে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকার যান চলাচল কমে এসেছে। মানুষজনকে হেঁটে কর্মস্থলে বা গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
বিএনপির সঙ্গে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোও উপজেলার বিভিন্ন স্থান থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে শেষ করে।

কেন্দ্র ঘোষিত বিএনপির আজকের পদযাত্রা’য় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে ১দফা পদযাত্রার অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সদস্য মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির ইয়াছিন মোল্লা, বিএনপি নেতা মোবারক হোসেন কাকন,
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, উপজেলা তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, যুবদল নেতা মাহফুজ এনাম, পৌর যুবদল নেতা সুমন, ছাত্রদল নেতা মোঃ রাজিব, নাদিম ভুইয়া, হাফেজ শামীম, শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *