বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে আলোচনাসভা, সেলাই মেশিন ও গাছের চারা বিতরন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন, নগদ অর্থ সহায়তা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার স›দ্বীপ তালুকদার।

প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।

শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুন প্রমুখ।

পরে উপজেলার ৭ জন দরিদ্র ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন, ৫ জন মহিলার মাঝে নগদ অর্থ ও ছাত্র-ছাত্রীদের মাঝে ৪০০ গাছের চারা বিতরন করেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *