ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

উঠানে খেলতে খেলতেই ঢোবার পানিতে ডুবে নিথর শিশু নাবিল

লালমনিরহাট প্রতিনিধি।। || ৮:১০ অপরাহ্ণ ॥ জুলাই ২৩, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারসহ এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম।

রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি ফ্যক্টরী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলমের ছেলে।

প্রতিবেশী জাকির হোসেন বলেন, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত আর বাবা কাজের জন্য বাইরে ছিল। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি করে৷ পরে বাড়ির পিছনে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com