ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশা জীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ৯:৫৭ অপরাহ্ণ ॥ জুলাই ২০, ২০২৩

নড়াইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নড়াইল জেলা শাখা’র আয়োজনে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আইডিইবি’র নড়াইল জেলা কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নড়াইল জেলা শাখা’র আহবায়ক এমএম আমিনুল হাসান মিঠু’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আশিক এলাহী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সওজ ডিপ্রোকৌশ কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সভাপতি সৈয়দ মুনতাসীর হাফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইডিইবি’র নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান, ঢাকা জেলা আইডিইবি’র জনসংযোগ ও প্রচার সম্পাদক শাকির আহমেদ, নড়াইল টিটিসি’র অধ্যক্ষ মোঃ আবুল বাশার আল মামুন, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, নড়াইল সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ তোফায়েল আলম প্রমুখ।
বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, বিএনবিসি-২০২০ ও ঢাকা মহানগর ইমরাত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশসহ ৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শরিক হওয়ার আহবান এবং দেশবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com