নারীর প্রতি সহিংসতা নিরসনে পঞ্চগড়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি || ৩:৪২ অপরাহ্ণ ॥ জুলাই ১৮, ২০২৩
পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী এবং বাল্যবিবাহ নিরসনে করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ’র সহযোগিতায় নারী অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাপ পরিষদ-এমকেপি। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এমকেপি’র পরিচালক রবিউল আজমের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন। বক্তব্য দেন নেটজ্ বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন ও মনিরুজ্জামান, এমকেপি’র যুক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন এবং এলাকা সমন্বয়কারী বিলকিস বেগম। আঞ্চলিক সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।