নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি || ৮:৩৭ অপরাহ্ণ ॥ জুলাই ১৮, ২০২৩
নাটোর সদর উপজেলার তিন নং দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীঘিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নইমুদ্দিন মোল্লার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, এডভোকেট মালেক শেখ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ। জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন মাস্টার। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন। জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন। জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন নাটোরের এক ইঞ্চি মাটি বিএনপি জামাতকে ছেড়ে দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনে দলের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।