ভারতে উচ্চতর প্রশিক্ষনে বাউফলের ইউএনও’র মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৬:৩৭ অপরাহ্ণ ॥ জুন ১১, ২০২৩
পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মো.আল আমিন (৩৮) মারা গেছেন। আজ রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষনে অবস্থান কালে মৃত্যুবরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাউফল উপজেলা নির্বহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন গত ৬ জুন উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত যান। তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরীতে প্রশিক্ষনে থাকা অবস্থায় রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১ টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বাউফল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার মহিষকাটা চুনাখালী গ্রামে, তার দুটি জমজ শিশু কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ইউএনও’র অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন,সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার,জেলা আ’লীগের সদস্য শিল্পপতি হাসিব আলম তালুকদার,বাউফল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।