ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

টানা দাবদাহের পর শ্রীমঙ্গলে স্বস্তির বৃষ্টি

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৫:৩২ অপরাহ্ণ ॥ জুন ৯, ২০২৩
টানা কয়েকদিন দাবদাহ আর অসহনীয় গরমের পর আজ শুক্রবার শ্রীমঙ্গলে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। আজ ভোররাত ৩টা থেকে সকাল ১০ টা পর্যন্ত শ্রীমঙ্গলে ৫৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অবজারভার বিভলু চন্দ্র দাস জানান, আজ শুক্রবার ভোররাত ৩টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ১৮ মিলিমিটার এবং ভোর ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ৩৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুই দফায় মোট বৃষ্টিপাত হয়েছে ৫৭.৭ মিলিমিটার।
টানা কয়েকদিনের দাবদাহ আর অসহনীয় গরমের পর এ বৃষ্টিতে শ্রীমঙ্গলের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে এ বৃষ্টি চা শিল্পের জন্য ভাল সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন চা শিল্প সংশ্লিষ্টরা।
অবজারভার বিভলু চন্দ্র দাস আরো জানিয়েছেন, আজ বিকেল ৩টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আদ্রর্তার পরিমান ছিল ৬৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ২ নটিক্যাল মাইল অর্থাৎ ৩.৭০ কিলোমিটার।
বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখার সময় শ্রীমঙ্গলে বৃষ্টি হচ্ছিল।
Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com