- বকেয়া বেতনের দাবিতে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (৮জুন) দুপুরে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পরে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা।
এসময় স্থানীয় প্রশাসন ইউএনও মোঃ এরশাদুল আহমেদ, শিল্প পুলিশের এসপি মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন সহ ওই কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা সাংবাদিকদের জানান,তাদের মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তাঁরা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করেন। এসময় তীব্র গরম মহাসড়কের যানবাহনে থাকা যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে।