ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে চক্ষু ক্যাম্পে বিনামূল্যে দুইশ অসহায় দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসা পরামর্শসহ ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

রোববার দুপুরে পুলিশ লাইন্সে উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। জেলার পাঁচ উপজেলা থেকে চোখের ছানি পড়া অসহায় দরিদ্র মানুষদের বাছাই করে এই ক্যাম্পে আনা হয়। পরে তাদের প্রাথমিক রোগ নির্ণয় করা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যারা চোখের অন্যান্য রোগে আক্রান্ত তাদের দেয়া হয় ব্যবস্থাপত্র। আর চোখে ছানি পড়া ব্যক্তিদের অপারেশনের জন্য চূড়ান্ত করে তাদের আজ সোমবার তাদের অপারেশনের জন্য নেয়া হবে রংপুরের সোমবার বাছাইকৃত রোগিদের রংপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। ক্যাম্প পরিচালনা করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম সাইফুল্লাহ, চিকিৎসক ডা. সাজ্জাদুল বারী ও মুশফিকুল আলমসহ চিকিৎসকরা। পুলিশ লাইন্সে আগত রোগিদের যাতায়াত খরচ ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা কেবল অর্থের অভাবে নিজেদের চোখের ছানি নিয়েই কষ্টে জীবন যাপন করছেন তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: