ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রলীগ

পঞ্চগড় প্রতিনিধি || ৯:৪৩ অপরাহ্ণ ॥ মে ১৫, ২০২৩

পঞ্চগড়ে কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিয়ে আসছে ছাত্রলীগ। দরিদ্র অসহায় কৃষকদের সহায়তা দিতে মাসব্যাপি ধান কাটা কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের তহশীলদার পাড়া এলাকার দরিদ্র কৃষক নেভিয়া চন্দ্র বর্মনের এক বিঘা জমির ধান কাটার মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু করেছে তারা। ধানকাটা কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সহ-সভাপতি আকরাম প্রধান উজ্জল, আশিদুল প্রধান রিয়াদ, চাকলাহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হরিশ চন্দ্র, সাধারণ সম্পাদক আবু হাসানসহ ২৫ জন নেতা কর্মী। পরে ওই কৃষকের জমির ধান কেটে তাঁর বাসায় পৌঁছে দেয় তারা।
কৃষক নেভিয়া চন্দ্র বর্মন বলেন, আমি কিছুদিন আগে গলায় অপারেশন করিয়েছি। সেখানে অনেক টাকা খরচ হয়েছে। আমার জমির ধান পেঁকে থাকলেও টাকার অভাবে কাটতে পারছিলাম না। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি জেনে আমার এক বিঘা জমির ধার কেটে বাড়িতে এনে দিয়েছে। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান জানান, জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩ পৌরসভায় মাসব্যাপী ধান কাটা কর্মসূচি হাতে নিয়েছে জেলা ছাত্রলীগ। জেলার যেখানেই দরিদ্র কৃষকরা ধান কাটার সমস্যায় রয়েছেন তাদের খুঁজে বের করে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হবে। দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের ধান কেটে দিয়ে সহায়তা করতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: