ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাগেরহাটে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কর্মীদের বুনিয়াদী প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি ।। || ৫:৫৬ অপরাহ্ণ ॥ এপ্রিল ৩০, ২০২৩

বাগেরহাটে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স এর ৩ দিন ব্যাপী ফিন্যান্সিযাল এসোসিয়েট সদরে বুনিয়াদী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল ৯ টায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে বাগেরহাট জোন প্রধান অনিমেশ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষ কর্মশালায়র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি ভাইচ প্রেসিডেন্ট মোঃ মাহাবুবু নুরুজ্জামান লিটন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিরেন খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদার, সিনিয়র ফ্যাকাল্টি একাডেমী অফ লানিং লিঃ মোঃ মোশফেকুল করীম, জনবীমার বাগেরহাট জোন প্রধানমোঃ সেলিম খান,মোড়েলগঞ্জ জোন প্রধান মোঃ মোহাসীন হুসাইন প্রমুখ।

৩দিন ব্যাপী ফিন্যান্সিযাল এসোসিয়েট সদরে বুনিয়াদী প্রশিক্ষন কর্মসূচীতে প্রায় ২০০ জন কর্মী অংশ গ্রহন করে।#

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com