রেমিট্যান্স উৎসবে মটর সাইকেল পেলেন শ্রীমঙ্গলের নাজমা আহমেদ
আতাউর রহমান কাজল || ৩:৫৮ অপরাহ্ণ ॥ এপ্রিল ১০, ২০২৩
ইসলামী ব্যাংক রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে ১৭তম দিনে পুরস্কার জিতে নিলেন শ্রীমঙ্গলের নাজমা আহমেদ। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাখার ইসলামী ব্যাংকের গ্রাহক। তিনি রিয়া মানি ট্রান্সফারে রেমিট্যান্স বিজয়ী হয়ে একটি মোটর সাইকেল জিতে নেন। রেমিট্যান্স প্রেরন করেন কানাডা প্রবাসী ফায়জানা আহমেদ।
আজ সোমবার দুপুরে ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখায় বিপুল সংখ্যক রেমিট্যান্স গ্রাহকদের উপস্থিতিতে নাজমা আহমেদের হাতে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করা হয়। চাবি হস্তান্তর করেন ইসলামী ব্যাংক সিলেট অঞ্চল প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: নুরুল হক। উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: মুজিবুর রহমান মিয়া, ম্যানেজার (অপারেশন) মো: আইয়ুব আলী প্রমুখ।