কাহালুতে ভ্রাম্যমাণ আদালতে হ্যাচারী মালিকের ২৫ হাজার টাকা জরিমানা
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৫:৩২ অপরাহ্ণ ॥ এপ্রিল ১০, ২০২৩
ত সোমবার দুপুরে কাহালু পৌর এলাকার সারাই বাজারে এক অভিয়ান চালিয়ে,“নিবন্ধন না থাকায় ও আবাসিক এলাকায় হ্যাচারী নির্মাণের অভিযোগে, হ্যাচারী মালিক রফিকুল ইসলামের ২৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নুরনবী,মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হাতুন নাহার, সহকারী মৎস্য অফিসার শহিদুল ইসলামসহ প্রয়োজনীয় পুলিশ ফোর্স। হ্যাচারী মালিক রফিকুল ইসলাম (৩৫) কাহালু সদও ইউনিয়নের বুড়ইল গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।