চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদীতে ৬শ’ ৫০ কেজি জাটকা ইলিশ, ১টি স্প্রীডবোট’সহ ১ জেলেকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) ভোরে মোহনপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃকত হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমখারকান্দি গ্রামের মো. নাইমুদ্দিন খানের ছেলে মো. ফরাহাদ (২৫)।
মোহনপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোওে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর তীর সংলগ্ন চরউমেদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬শ’ ৫০ কেজি জাটকা ইলিশ, ১টি স্প্রীডবোট’সহ ১ জেলেকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরে জব্দকৃত জাটকা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাস, এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।