নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় ও পরিচতি সভা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল কণ্ঠ’র সম্পাদক কাজী হাফিজুর রহমান, বিডি খবর’র সম্পাদক লিটন দত্ত, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাংবাদিক সাথী তালুকদার,জহির ঠাকুর, এনামুল কবির টুকু, মোঃ শামীমুল হক টুলু, এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক নড়াইল জেলাকে “স্মাট নড়াইল ” গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা-হলে আমরা নড়াইলের উন্নয়নের গতিকে আরো বেশি তরান্বিত করতে পারবো। জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান তিনি। সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের মাধ্যমে আমরা জেলার সকল সমস্যা, দুর্নীতি-অনিয়ম জানতে পারি। আপনারা দুর্নীতি-অনিয়ম তুলে ধরার পাশাপাশি আমাদের উন্নয়ন কর্মকান্ড প্রচার করবেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *