ইউনিয়ন পর্যায়ে নোয়াখলায় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কোরআন প্রতিযোগিতা চলছে। এরই ধারাবাহিকতায় আজ ৮নং নোয়াখলা ইউনিয়নে সকাল ১০ ঘটিকায় কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো: মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো: আলী হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সদস্য শহিদ উল্যা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

প্রাথমিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইসতিয়াক আহমেদ, স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন জীবনগর উচ্চ বিদ্যালয়ের রাফিউল হাসান, আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ী পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন আত্তাবেন নেছা দাখিল মাদ্রাসার আবদুল্লাহ আল দাউদ, দাখিল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সাধুরখিল এ.আই দাখিল মাদ্রাসার মো: আব্দুর রহমান, ফাযিল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন কড়িহাটি ফাযিল মাদ্রাসার রাশেদুল ইসলাম, কাওমী মাদ্রাসা পর্যায়ে নুরানী বিভাগে প্রথম স্থান অর্জন করেন নুরে মাদিনা ইসলামিয়া কাওমী মাদ্রাসার সহেল রানা, হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন নুরে হেরা ইসলামিয়া কাওমী মাদ্রাসা ইব্রাহিম খলিল, কিতাব বিভাগে প্রথম স্থান অর্জন করেন জামেয়া ইসলামিয়া সানোখালীর হাফেজ মাবরুর, সর্বাসাধারণ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখলা গ্রামে সাইফুর রহমান।

অনুষ্ঠানে বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল কামিল মাদ্রাসা হেড মুহাদ্দিস মাওলানা হেদায়েত উল্লাহ, জামেয়া ওসমানিয়ার মুহাদ্দিস মাওলানা হারুন, শিক্ষক শাহ আলম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *