ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভালুকায় ওসির উদ্যোগে মাদকমুক্ত হলো এক কিশোর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - || ৫:৩৪ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩

ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এর মানবিক উদ্যোগে সাব্বির নামের এক মাদকাসক্ত কিশোর স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে মডেল থানার পক্ষ থেকে ওই কিশোর ও তার বাবা-মা কে ফুল দিয়ে শুভেচ্ছা জনানো হয়।
এসময় ভালুকা মডেল থানা ওসি(তদন্ত)জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এসময় সাব্বিরের বাবা-মা উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমাদের ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বাজে ছেলেদের সাথে মেলামেশা করে মাদকাসক্ত হয়ে পড়ে। অনেক বুঝিয়ে ও মারপিট করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে পারেনি তারা। এক পর্যায়ে সে মাদক বিক্রেতা হয়ে উঠে।তারা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। ওসি স্যারের মানবিকতার জন্য আজ আমরা আমার ছেলেকে নতুন করে ফিরে পেলাম। আমরা ওসি স্যারের প্রতি চির কৃতজ্ঞ।’

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, গত ডিসেম্বর মাসে পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয় সাব্বির। ‘কিশোর বয়সেই অনেক ছেলেমেয়েরা বখে যায়। নিম্নবিত্ত এই পরিবারের ছেলেটার বয়স খুব কম। তার বাবা মায়ের অনুরোধে বিষয়টা আমি অন্যভাবে চিন্তা করেছি। তাই তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করেছিলাম।’

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক