ইসলামী ব্যাংক কাহালু শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ১১:২৮ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,কাহালু এসএমই/কৃষি শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাহালু রেলগেট ৪ মাথা ব্যাংকের শাখা ভবনে, এভিপি ও শাখা প্রধান সেত্তাজুল হকের সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন,কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন ,বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শহীদুল ইসলাম ডাবলু প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম মাওঃ আব্দুল্লাহ আল গালিব।