ভালুকায় খেজুর গাছ পড়ে এক গৃহিনীর মৃত্যু
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ১:১৬ অপরাহ্ণ ॥ মার্চ ২৫, ২০২৩
ভালুকা উপজেলার (২৫শে মার্চ) মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া মধ্যপাড়ায় খেজুর গাছ পড়ে এক গৃহিনী মৃত্যু হয়েছে।
নিহত মোছাঃ চায়না আক্তার(৩০) ওই এলাকার
মোঃ নুরু মিয়ার স্ত্রী।
জানাযায় নিহত চায়না আক্তার সকালে শ্বাশুরীর জন্য রান্না করার সময় উঠোনে দাড়িয়ে থাকা একটি খেজুর গাছ হঠাৎ উপরে আছড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারাযান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।