শ্রীমঙ্গলে অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যােক্তাদের নিয়ে বৈঠক
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৩২ অপরাহ্ণ ॥ মার্চ ২২, ২০২৩
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ‘অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যােক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে তথ্য আপা প্রকল্পের বাস্তবায়নে ৫০ জন নারী উদ্যােক্তাকে নিয়ে এই বিশেষ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান।