নীলফামারীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় জরিমানা আদায়

নীলফামারীর কালিতলা ও সুটিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
২২ মার্চ শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পরিবেশ অধিদপ্তর অভিযানে অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৩টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৬টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালককে সতর্ক করাসহ লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *