কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত (ক্রেইন) প্রকল্প আওতায় পুষ্টি ও ওয়াশ বিষয়ে বাজেট কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ (বুধবার) সকাল ১১ টায় মঘিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত পুষ্টি উন্নয়নমুলক,অংশগ্রহন সমন্বিত পুষ্টি ও ওয়াশ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসান ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তর ও জেজেএস এর বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশলায় সভাপতিত্ব করেন মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী।
এছাড়া কর্মশলায় উপস্থিত ছিলেন রূপান্তরের ডিসটিক সিএসো মোঃ বাসার হোসেন,কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,মঘিয়া ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ এহসানুল হাসান,মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলিপ কুমার মল্লিক,কচুয়া উপজেলা রূপান্তরের কো-অর্ডিনেটর নাসরিন সুলতানা মৌ,নাগরিক নেতা কিশোর কুমার মন্ডল (নাদু) সহ মঘিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মারুফ হোসেন,মল্লিক শামিম হাসান,দিপক কুমার বিশ্বাস,মোঃ ইব্রাহিম,বাসুদেব বালা,স্বপন কুমার বিশ্বাস,আলি আকবর একি,দিপা রানী বিশ্বাস,সেলিনা বেগম,নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এদিন পুষ্টি ও ওয়াশ বিষয়ে বাজেট কর্মশলায় বিভিন্ন দিক নির্দেশনা ও বাজেটের পরে গঠনমূলক আলোচনা করা হয়।এখানে সিদ্ধান্ত নেওয়া হয় মঘিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১২ জন ইউপি সদস্যর দ্বারা বাড়ী ভিজিটের মাধ্যমে পুষ্টি বাগান করার জন্য উদ্বুদ্ধ করন সহ যে সব পরিবারে শিশুদের বয়স ৫ বছরের কম সে সব পরিবারের মাঝে অগ্রঅধিকার ভিত্তিতে ২০ টি ৩ হাজার লিটারের পানির টেংকি বিতরন করা হবে বলে জানান।