বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আয়োজন বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আবু হুসাইন বিপু।

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আল রাফি রুদ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম ফরিদ, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, সহ-সভাপতি শাহারিয়ার কবীর সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গুপ্ত এবং ছাত্রলীগ নেতা সাকিব আনিস।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *