কুড়িগ্রামের ফুলবাড়িতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৯(মার্চ) রবিবার দুপুরের দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের ব্রাক মোড় হইতে মহিলা কলেজ শিমুলতলা মোড় গামি পাকা রাস্তার মাঝামাঝি স্থানে পানি মাছকুটি কাশিয়াবাড়ী এলাকায়।নিহত শিশুটি ওই এলাকার মোঃ হাফিজুর রহমানের ছেলে, মোঃ মেরাজ হোসেন (৫)
প্রত্যক্ষদর্শীরা জানান,শেখ হাসিনা ধরলা সেতু এলাকা থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর ফুলবাড়ী সদর অভিমুখে দ্রুত গতিতে যাচ্ছিল হঠাৎ কাশিয়াবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজ কে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় আহত শিশুটি কে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ট্রাক্টর চালক পলাতক রয়েছে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে।