মানিকগঞ্জের হরিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল নয়টায় উপজেলা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর সকাল সাড়ে নয়টায় বিশাল আনন্দ আশোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান, হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। সন্ধ্যায় কেক কাটা এবং রাতে বঙ্গবন্ধু কনসার্টে ফোক সংগীত শিল্পী লায়লাসহ অনেকে সংগীত পরিবেশন করবেন।