কাহালুতে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
হারুনুর রশিদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ১২:০৯ পূর্বাহ্ণ ॥ মার্চ ১৭, ২০২৩
আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে রাজশাহী বিভাগীয় অধিদপ্তরের আওতায় কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাখিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ অনুষ্ঠানের মূল সমন্বয়কারী উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুব হাসান চৌধুরী প্রমুখ।