খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের উন্নয়ন হয়েছে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে লুটপাট করার মাধ্যমে বারবার এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে পিছিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, মহামারী করোনা ও ইউক্রেন যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহŸান জানান। তিনি বৃহস্পতিবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া ড্রাম ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দক্ষিণে গৌতম মন্ডলের বাড়ির অভিমুখে পৌনে ১ কোটি টাকা ব্যয় সম্বলিত হেরিং বোনবন্ড ইটের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, দেলুটির সভাপতি নির্মল মন্ডল, আওয়ামী লীগনেতা কালীপদ বিশ^াস, মদন মোহন মন্ডল, দীলিপ রায়, প্রাণ কৃষ্ণ মন্ডল, সদানন্দ মন্ডল, বিপুল বিশ^াস, বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়, পুলুকেশ রায়, মৃগাঙ্গ বিশ^াস, মিজান সানা, ইউপি সদস্য ফেরদৌস ঢালী, শওকাত হাওলাদার, কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল, বিজন হালদার, বিনতা বিশ^াস, চম্পা বেগম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল, সাব্বির হোসেন ও রসুল গাজী।