পঞ্চগড়ে কন্যা সন্তানকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড

ছয় মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে পিতা নাজিমুল হক ওরফে নাজিমুলকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার রায় কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক। গতকাল সোমবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান ওই রায় প্রদান প্রদান করেন। নাজিমুল সদর উপজেলার শিংরোড পূর্ব জয়ধরডাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাজিমুল ১১ বছর আগে একই উপজেলার নারায়নপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে রশিদা বেগমকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর সে স্ত্রী রশিদাকে প্রায় মারধর করত। পর পর তিনটি কন্যা সন্তান জন্ম দিলে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। ২০১৯ সালের ৩১ মার্চ রাতে নাজিমুল স্ত্রী রশিদাকে মারপিট শুরু করলে দুই কন্যা এগিয়ে আসে। তখন নাজিমুল স্ত্রী ও তিন কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশিরা টের পেয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু রতœাকে মৃত ঘোষণা করে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরদিন নাজিমুলের শ্বশুর রশিদার বাবা রশিদুল ইসলাম বাদি হয়ে নাজিমুল ইসলামসহ তার বাবা জয়নুল হক ও মা নাসিমা খাতুনের নামে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে দুই জনকে অব্যাহতি দিয়ে নাজিমুল হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করে।
আসামী পক্ষে অ্যাডভোকেট আহসান হাবীব এবং রাস্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌশুলি জাহাঙ্গীর আলম মামলাটি পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *