মোহনপুর ইউপির উপ-নির্বাচনে ঘোড়া প্রতিকের সেলিমকে সমর্থন দিলেন ঢোল প্রতিকের অভি

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রচারণা হিসেবে পাঁচআনী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ মঙ্গলবার বিকেলে মোহনপুর ইউপির ঢোল প্রতিকের প্রার্থী আবু হানিফ অভির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ অভি ঢোল প্রতিক, ঘোড়া প্রতিকের প্রার্থী এ্যাড. সেলিম মিয়াকে সমর্থন দিয়েছে। এ সময় আবু হানিফ অভি বলেন, মোহনপুর ইউপির ৯ নং ওয়ার্ডে আমরা ২ জন প্রার্থী।
কিন্তু এই ওয়ার্ড থেকে যদি চেয়ারম্যান নির্বাচিত করতে হয় তাহলে আমাদের ২ জন থেকে একজন হতে হবে। তাই এলাকার সার্থে আমরা ২ জন এক হয়ে ঘোড়া প্রতিকের সেলিম মিয়াকে সর্মথন করছি। তিনি আরো বলেন, এলাকার সার্থে আমি প্রার্থী বিসর্জন দিলাম, আপনারা টাকার লোভে না পরে একটি করে ভোট দিয়ে ঘোড়াকে জয়যুক্ত করবেন। মনে রাখবেন ঘোড়া জয়ী হলেই আমি জয়ী।

ঘোড়া প্রতিকের প্রার্থী এ্যাড. সেলিম বলেন, অভি আর আমি মামা ভাগিনা। আমরা দুজন এক হয়েছি এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য। আমি অভি’কে ধন্যবাদ জানাই, সে একটি বড় মনের পরিচয় দিয়েছে। এটাই আমাদের প্রাথমিক বিজয়। আমরা চাই পাচঁআনী গ্রামের সকলকে নিয়ে একসাথে কাজ করে আসছে ১৬ মার্চ সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

পাঁচআনী উচ্চ বিদয়ালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জনের সভাপতিত্ত্বে আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক মুরাদ আফজাল প্রমানিক, বোরহান উদ্দিন ডালিম, আলী আক্কাস দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *