বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি লোহাগড়া উপজেলা শাখার পক্ষ থেকে নব-যোগদানকৃত সহকারি শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিটকনিক স্পটের ভিআইপ লাউঞ্জে মঙ্গলবার (৭মার্চ) এ অনুষ্ঠানে অন্যতম আলোচ্য বিষয় ছিল “এতিহাসিক ৭ই মার্চ ,মান সম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মেসালেম উদ্দিন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি মোঃ বদিয়ার রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু,লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর,লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মুন্সী আলাউদ্দিন,সহ-সভাপতি ফয়জুল হক রোম,লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মন।