ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শিক্ষার মানোন্নয়নে সৈয়দপুর সরকারি কলেজে সুধী সমাবেশ

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ১২:৪৯ পূর্বাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৬, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে সৈয়দপুর সরকারি কলেজে আয়োজন করা হয় এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা।
২৫ ফেব্রুয়ারি ওই মতবিনিময় সভার আয়োজন ছিল কলেজ মিলনায়তনে। কলেজ অধ্যক্ষ ড. মোঃ আতিয়ার রহমান ওই সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি নীলঝামারী- ৩২৩ সংরক্ষিত নারী আসন -২৩ রাবেয়া আলীম এমপি।
বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন। ওই কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ। পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল।
শুভেচ্ছা বক্তব্যে কলেজ অধ্যক্ষ ড. মোঃ আতিয়ার রহমান ভাষা শহীদসহ সকল শহীদদের আত্বার শান্তি কামনা করেন। তিনি স্মরণ করেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের। তিনি স্মরণ করেন দেশের উন্নয়নের রুপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। যিনি দিনরাত নিরলস পরিশ্রম করে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন শিক্ষা বিহীন কোন জাতি সভ্যতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। তাই যে কোন উন্নয়নে শিক্ষা বড় প্রয়োজন। তাই শিক্ষাখাদকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে,শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান অতিথি এম পি রাবেয়া আলীম বলেন,আমার স্বামী ছিলেন এম পি মরহুম আলীম উদ্দিন। তিনি সৈয়দপুর কলেজকে নিয়ে অনেক চিন্তা করেছেন,কলেজ উন্নয়নে তিনি অবদানও রেখেছেন। যা আপনারা সকলেই অবগত আছেন।
আল্লাহর অশেষ রহমতে আজ আমিও একজন এমপি। আমি এ কলেজটিকে অনেক ভালবাসি। তাই এ কলেজটিকে আরও এগিয়ে নিতে হলে প্রথমেই শিক্ষার মান নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে। একজন সাংসদ হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি করে যাব।
এছাড়াও বক্তব্য বলেন,কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর আলম,সাইফুল ইসলাম,কলেজ সংসদের সাবেক সদস্য সাইদুল ইসলাম,প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হাজী মকসুদ আলমসহ অনেকে।
সভা পরিচালনা করেন কলেজ শিক্ষক রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক